পরিচিতি:
ইসলামে বিবাহ একটি পবিত্র বন্ধন, যা শুধুমাত্র দুজন মানুষের পারস্পরিক চুক্তি নয়, বরং আল্লাহর নির্দেশিত একটি ইবাদত ও জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শান্তি, ভালোবাসা ও দয়ার উৎস — যা মানব জীবনের ভারসাম্য ও পূর্ণতা অর্জনে সহায়ক।
আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন: "আর তাঁর নিদর্শনসমূহের অন্যতম এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও; আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।" (সূরা আর-রূম: ২১)
রাসূলুল্লাহ ﷺ বলেন: “বিবাহ আমার সুন্নাহ। যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।” (সহীহ বুখারী ও মুসলিম)
বিবাহ মানুষকে চরিত্রের পরিশুদ্ধির পথে এগিয়ে নেয়, অনৈতিকতা থেকে রক্ষা করে এবং একটি পরিপূর্ণ, ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের ভিত্তি স্থাপন করে।
বর্তমান সময়ে, সঠিক জীবনসঙ্গী নির্বাচন যেন এক বিশাল চ্যালেঞ্জ। কেউ দ্বীনদার জীবনসঙ্গীর সন্ধানে ব্যর্থ হচ্ছেন, কেউবা সঠিক প্ল্যাটফর্মের অভাবে বিবাহ বিলম্বিত করছেন, আবার কেউ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রতারিত হচ্ছেন। আমরা যখন আমাদের পরিচিত ভাই-বোনদের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজছিলাম, তখন উপলব্ধি করি—এই ক্ষেত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে সত্যনিষ্ঠ, বাস্তবধর্মী ও ইসলামিক মূল্যবোধভিত্তিক কাজের অভাব রয়েছে। সেখান থেকেই আমাদের মনে গভীরভাবে অনুভব হয়, একটি নির্ভরযোগ্য, ঈমানভিত্তিক ম্যারেজ মিডিয়া গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। সেই ভাবনা থেকেই আমাদের পথচলা শুরু...
আমাদের বৈশিষ্ট্য:
১ ইসলামসম্মত প্রক্রিয়ায় পাত্র-পাত্রী খুঁজতে সহযোগিতা।
২ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সম্বলিত নিরাপদ ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম।
৩ দ্বীনদারিতা ও মানসিক উপযুক্ততার উপর ভিত্তি করে ম্যাচিং।
৪ বিয়ের পূর্ব ও পরবর্তী কাউন্সেলিং ও গাইডেন্স সাপোর্ট।
৫ শিক্ষামূলক কনটেন্ট ও সম্পর্ক উন্নয়নমূলক প্রোগ্রাম।
আমাদের লক্ষ্য:
১ ইসলামের আলোকে সঠিক জীবনসঙ্গী নির্বাচন সহজ করা।
২ বিয়ে নিয়ে সচেতনতা সৃষ্টি ও সুন্নাহর পথে উৎসাহ প্রদান।
৩ আধুনিক প্রযুক্তি ও ইসলামিক আদর্শের সমন্বয়ে নিরাপদ ম্যারেজ সেবা প্রদান।
৪ বিবাহের পূর্বে ও পরে পরিবার গঠনে প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া।
একটি সুন্দর ও সফল বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে তখনই, যখন সেই সম্পর্কের ভিত্তি হয় তাকওয়া, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা।
puonota.org সেই পথেই কাজ করে — যেন প্রতিটি বিবাহ হয়ে ওঠে বরকতময়, প্রশান্তিময় এবং চিরস্থায়ী।
পূর্ণতা ম্যারেজ মিডিয়া
অস্থায়ী অফিস: প্লট-৩০, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, লিফট-৮, আরাফ শপ ভবন, পানির ট্যাঙ্কের বিপরীতে, ঢাকা ১২১৬ হটলাইন 9647-519264 ওয়াটস্যাপ 01328519264
ইমেইল purnota.team@gmail.com